Header Ads

যে কারনে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়

যে কারনে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়

বর্তমানে আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন। আত-থেকে আশি সব বয়সী মানুষই নানা কারণে ব্যবহার করছেন স্মার্টফোন। একবিংশ শতাব্দীতে এসে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। গ্যাজেটটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। শুধু যোগাযোগের মাধ্যমই নয় আরও অনেক অনেক কাজে ব্যবহার হচ্ছে স্মার্টফোনটি। বাচ্চাদের অনলাইন ক্লাস থেকে আপনার অফিস মিটিং করোনাকালে বিশ্বব্যাপী।

তবে সঠিকভাবে এর ব্যবহার না করেন তাহলে বিপদ ঘনিয়ে আসতে পারে খুব শিগগিরই। স্মার্টফোন ব্যবহারে কিছু ভুল আমরা প্রায়ই করে থাকেন। যেমন ধরুন স্মার্টফোনকে ওভার চার্জ করা, সঙ্গে নিয়ে ঘুমানো কিংবা অ্যাডাপ্টার পরিবর্তন করে চার্জ দেওয়া। এসব ভুলে খুব তাড়াতাড়ি স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন ৩ ভুল যা স্মার্টফোন ব্যবহারে করা যাবে না-

সারারাত স্মার্টফোন চার্জিং নয়

অনেকেই এই ভুলটি করেন। না জেনেই বেশিরভাগ মানুষ সারারাত ফোন চার্জে দিয়ে রাখেন। আপনারও যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে এখনই তা বদলে ফেলুন। কারণ ফোন ফুল চার্জ হওয়ার পরেও চার্জার কানেক্ট করে রাখলে কমতে থাকে ব্যাটারির আয়ু। ফলে এই অভ্যাস দিনের পর দন জারি রাখলে তাড়াতাড়ি আপনার স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা হারাবে।

প্লাগ থেকে চার্জার খুলে রাখুন

আমাদের অনেকেরই অভ্যাস চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখি। জানেন কি? আপনার এই অভ্যাস স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয় কয়েকগুণ। নতুন কিছু স্মার্টফোন আছে যেগুলো ফুল চার্জ হলে চার্জিং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময়ও চার্জার থেকে কারেন্ট আসে। এই কারণে ফোন ফুল চার্জ হলে চার্জার প্লাগ থেকে খুলে নিন। অথবা চার্জারের সুইচ বন্ধ করে দিতে পারেন। ফোন চার্জ সম্পূর্ণ হওয়ার পরেও চার্জার লাগিয়ে রাখবেন না।

বিভিন্ন চার্জার ব্যবহার করা

আমাদের আরেকটি বদঅভ্যাস হলো, যখন যেই চার্জার হাতের কাছে পাই সেই চার্জার দিয়েই ফোন চার্জ দিয়ে থাকি। অথচ একেক চার্জারের একেক ওয়াটের হয়ে থাকে। আর ফোন কোম্পানিগুলো ফোন ও ব্যাটারির ক্ষমতা অনুসারে চার্জারের ওয়াট নির্ধারণ করে থাকে। অতএব একেক সময় একেক ওয়াটের চার্জার ব্যবহারের ফলে ব্যাটারির চার্জ ধারন ক্ষমতা কমতে থাকে।

অতএব ফোনের নির্দিষ্ট অরিজিনাল চার্জার দিয়ে ফোন চার্জ দিন। অরিজিনাল চার্জার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নির্দিষ্ট ওয়াটের এবং একই কোম্পানির নতুন চার্জার কিনুন। একাধিক চার্জার ব্যবহার করা থেকে দূরে থাকুন।

নিয়ম অনুযায়ী চার্জ না দেওয়া

 মোবাইলেই চার্জ দেওয়ার সঠিক নিয়ম হলো ৯০% চার্জ হওয়ার পর চার্জ থেকে ফোন বিচ্ছিন্ন করা এবং ফোনের চার্জ ১৫% এ চলে আসলে চার্জ দেওয়া৷ কিন্তু আমরা তো এই নিয়ম পালন করিই না বরং ১০০% হলেও চার্জে লাগিয়ে রাখি, চার্জ শেষ হতে হতে ৫% এ এলেই চার্জে লাগাই না। যখন ফোন একেবারে চার্জ শূন্য হয়ে বন্ধ হয়ে যায় তখন চার্জে লাগাই। অনেকেই আবার ৫০%/৬০% অর্থাৎ যখনি সুযোগ হয় তখনি চার্জে লাগাই। চার্জে লাগানোর এই অনিয়মের কারণে ফোনের চ্যাটারির অনেক ক্ষতিসাধন হয় এবং ব্যাটারির কার্যক্ষমতা কমতে থাকে।

অতএব অনিয়মিতভাবে ফোন চার্জ না দিয়ে ৯০% হলে চার্জ থেকে ফোন বিচ্ছিন্ন করুন এবং ফোন ০% চার্জ পর্যন্ত ব্যবহার না করে ১৫% এ এলেই চার্জে লাগিয়ে নিন।

চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করা

ফোন ব্যবহারে আমাদের বাজে অভ্যাসগুলোর মধ্যে অন্যতম একটি হলো চার্জে লাগিয়েই ফোন ব্যবহার করি। এটি শুধু ব্যাটারির জন্যই ক্ষতিকর না, এটি আপনার ফোনের জন্যও বেশ ক্ষতিকর। অনেকেই আছে, চার্জে লাগিয়েই ফোনে কথা বলেন। এটি ব্যক্তির কানে এবং মস্তিষ্কেও ক্ষতিসাধন করে থাকে। এমনকি ফোন বিস্ফোরণের মতো মারাত্মক ঘটনাও ঘটতে পারে এই চার্জে লাগিয়ে ফোন ব্যবহারের কারণে৷ ইতোমধ্যে যার প্রমাণ আমরা নিউজপেপার ও ফেসবুকে প্রায়ই দেখতে পাই।

এছাড়াও কম দামি চার্জার ব্যবহারের ফলে, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ লাগানো অবস্থায় ফোন ব্যবহার করলে, ফোনের কভার লাগানো অবস্থায় চার্জে লাগালেও ফোন গরম হয়ে ব্যাটারির ক্ষতিসাধন করে থাকে। তাই আমাদের উচিত উপরিউক্ত বিষয়গুলোতে সচেতন থাকা।

No comments